একই লেনে মৈত্রী-ধূমকেতু এক্সপ্রেস; তদন্ত কমিটি গঠন

একই লেনে মৈত্রী-ধূমকেতু এক্সপ্রেস; তদন্ত কমিটি গঠন

একই লেনে মৈত্রী-ধূমকেতু এক্সপ্রেস; তদন্ত কমিটি গঠন

ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে একই লেনে বিপরীতমুখী দু'টি ট্রেন প্রবেশের ঘটনা তদন্তে কমিটি হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী পরিবহণ কর্মকর্তা হারুণ-অর-রশিদকে কমিটির আহ্বায়ক করা হয়েছে। এতে আরও থাকবেন চার সদস্য। যাদের মধ্যে রয়েছেন সহকারী যান্ত্রিক প্রকৌশলী, সহকারী সংকেত প্রকৌশলী ও বঙ্গবন্ধু রেলওয়ে সেতু প্রকল্পের একজন কর্মকর্তা। তারা ইতোমধ্যে ঘটনাস্থলও পরিদর্শন করেছেন।